ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ২ লাখ ৯২ হাজার ৩৫২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৯ হাজার ৫৯৪ জন এবং নারী ২২ হাজার ৭৫৮ জন। বেলা ১১টা পর্যন্ত ইসির অনলাইন পোর্টালের তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।
ইসির ওয়েবসাইটের (portal.ocv.gov.bd) পরিসংখ্যান বলছে, গতকাল মঙ্গলবার থেকে নিবন্ধিত প্রবাসীদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠানো শুরু হয়েছে। ভোটাররা ব্যালট পূরণ করে ফিরতি খামে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে পারবেন।
১৯ নভেম্বর থেকে নিবন্ধন, চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত
এবারই প্রথম আইটি–সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি ও ভোটের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মচারীরা এ ব্যবস্থায় ভোট দিতে পারবেন। এ জন্য অ্যাপে যুক্ত হয়ে নিবন্ধন করতে হচ্ছে। নিবন্ধন শুরু হয়েছে ১৯ নভেম্বর; চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।
নিবন্ধন চলছে বহু দেশে
দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, লিবিয়া, মরিশাস, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ প্রায় ৪০টির বেশি দেশে প্রবাসীরা এই অ্যাপে নিবন্ধন করছেন। আফ্রিকার নানা দেশ, দক্ষিণ আমেরিকা, পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও ওশেনিয়া অঞ্চলের দেশগুলোও তালিকায় রয়েছে।
প্রবাসী ভোটার বাড়াতে বিশেষ উদ্যোগ
ইসি বলেছে, ডাকযোগে ব্যালট পাঠানো ও সংগ্রহের প্রক্রিয়া সুসংগঠিত করতে পৃথক সমন্বয় সেল গঠন করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০ লাখ প্রবাসী ভোটারকে যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে তারা। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
আরএস
No comments yet. Be the first to comment!