ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজ ব্যবস্থাপনা সহজ ও স্বচ্ছ করতে সরকার গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, মন্ত্রণালয়ের কর্মকর্তারা সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কাজ করছেন, যাতে কোনো সিন্ডিকেট হাজিদের সঙ্গে জিম্মি করতে না পারে।
আজ বুধবার (১০ ডিসেম্বর) নাটোরে মডেল মসজিদের উদ্বোধন অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, “সিন্ডিকেটের কারণে হাজিদের ওপর যেসব অতিরিক্ত চাপ ছিল, তা আমরা সম্পূর্ণ কমিয়ে এনেছি। গত বছর আমি ৮ কোটি ২৮ লাখ টাকা হাজিদের ফেরত দিয়েছি, এবং এই বছরও তা পুনরায় করতে সক্ষম হব।”
তিনি আরও বলেন, “আমরা নিজেই বাড়ি ভাড়া ও হজ-সেবা ব্যবস্থা দেখভাল করব। হজকে একটি সেবামূলক কার্যক্রম হিসেবে নিয়েছি। যারা দুর্নীতিতে লিপ্ত হবে, তাদের আইনের আওতায় নিয়ে গিয়ে শাস্তির ব্যবস্থা করা হবে।” খালিদ হোসেন আশাবাদ ব্যক্ত করে বলেন, “নির্বাচনের সময়কাল আসলেও আমরা আশা করি, আগামী ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে।” উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওহাব, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, সিভিল সার্জন মুক্তাদির আরেফিন প্রমুখ।
আরএস
No comments yet. Be the first to comment!