অন্তর্বর্তীকালীন সরকারের দুই তরুণ উপদেষ্টা—স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম—প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রধান উপদেষ্টা পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় তাঁর বাসভবন যমুনার সামনে ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, বিকেল পাঁচটার দিকে দুই উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার হাতে পদত্যাগপত্র তুলে দেন। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার সঙ্গে সঙ্গে তাদের পদত্যাগ কার্যকর হবে।
জুলাইয়ের গণঅভ্যুত্থানে সামনের সারিতে নেতৃত্ব দেওয়া এই দুই তরুণকে নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে। এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ, তা জাতি কখনো ভুলবে না।’ তিনি আরও বলেন, ‘অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে যে ভূমিকা রেখেছ—এটা একটি ইতিহাস। আমি বিশ্বাস করি, ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণে তোমরা ইতিবাচক ভূমিকা রাখবে।’
তরুণ দুই নেতার উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘সরকারে থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছ, তা ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে। এটি কেবল একটি রূপান্তর। বৃহত্তর পরিসরে তোমরা আরও বড় অবদান রাখবে বলে আমি আশা করি।’ ব্রিফিংয়ের শেষে তিনি দুজনের মঙ্গল কামনা করেন এবং বলেন, ‘এটি একটি ঐতিহাসিক দিন। তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।’
আরএস
No comments yet. Be the first to comment!