ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানান, নির্বাচনী প্রচারণার সময়ই হাদিকে গুলি করা হয়। ঢামেক জরুরি বিভাগের আবাসিক সার্জন মোস্তাক আহমেদ বলেন, গুলিবিদ্ধ অবস্থায় আনার সময় তাঁর অবস্থা ছিল অত্যন্ত সংকটজনক। সিপিআর দেওয়ার পর রক্তচাপ কিছুটা স্বাভাবিক হয়। তাঁর মাথার ভেতরে গুলি রয়ে গেছে, কানের পাশ দিয়ে গুলি লেগেছে। ওসমান হাদির ফেসবুক পেজে জানানো হয়েছে—তাঁর জন্য ‘বি নেগেটিভ’ রক্তের প্রয়োজন। তবে চিকিৎসকের বিস্তারিত বক্তব্য এখনো পাওয়া যায়নি।
ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন—এমন তথ্য পাওয়া গেছে। তবে ঘটনা নিশ্চিত করতে পুলিশ টিম পাঠানো হয়েছে। টিমের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।
হাদিকে হাসপাতালে নিয়ে আসা মিসবাহ বলেন, জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট এলাকার পথে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি গুলি চালায়। গুলি তাঁর বাম কানের নিচে লাগে। পরে রিকশায় করেই তাঁকে হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি ঢামেকের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন।
মিসবাহ আরও জানান, হাদির শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক। গত নভেম্বর মাসে দেশি–বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি পেয়েছেন বলেও দাবি করেছিলেন হাদি। ১৪ নভেম্বর নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, তাঁকে হত্যা ও বাড়িতে হামলার পাশাপাশি পরিবারের সদস্যদের ওপর নৃশংসতার হুমকি দেওয়া হয়েছে।
আরএস
No comments yet. Be the first to comment!