জাতীয়

‘ব্রেন ফুলে গেলে ভয়াবহ বিপদ’—ওসমান হাদির অস্ত্রোপচার নিয়ে জানালেন স্বাস্থ্য ডিজি

আপডেট: ডিসে ১২, ২০২৫ : ০৪:২৪ পিএম
‘ব্রেন ফুলে গেলে ভয়াবহ বিপদ’—ওসমান হাদির অস্ত্রোপচার নিয়ে জানালেন স্বাস্থ্য ডিজি

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মাথায় যে ধরনের বুলেট ইনজুরি হয়েছে, তা “অত্যন্ত ঝুঁকিপূর্ণ” বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফর।

শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, হাদির ডান দিক দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বের হওয়া গুলিটি ব্রেনে মারাত্মক ক্ষতি করেছে। “সবচেয়ে বড় আশঙ্কা হলো ব্রেন ফুলে যাওয়ার ঝুঁকি। ব্রেন ফুলে গেলে ভয়াবহ বিপদ হতে পারে,” বলেন তিনি।

ডিজি জানান, বুলেট ইনজুরিতে সাধারণত প্রবেশস্থলে সামান্য ক্ষত হলেও বের হওয়ার জায়গায় বড় ধরনের ক্ষতি হয়। হাদির ক্ষেত্রেও তা-ই হয়েছে। চাপ বেড়ে না যায়, সে জন্য নিউরোসার্জন ডা. জাহিদ রায়হান ও তাঁর টিম খুলির বড় একটি অংশ খুলে দিয়েছেন।

হাদিকে ঢামেকে আনার সময় তাঁর গ্লাসগো কোমা স্কোর (জিসিএস) ছিল সর্বনিম্ন ৩। চিকিৎসকদের দ্রুত পদক্ষেপে তাতে কিছুটা উন্নতি এলেও তিনি এখনো আর্টিফিশিয়াল ভেন্টিলেশনে আছেন। নাক–গলা দিয়ে রক্তক্ষরণও নিয়ন্ত্রণ করা হয়েছে।

অস্ত্রোপচারের পর তাঁকে কোথায় স্থানান্তর করা হবে—সে বিষয়ে কিছুটা মতভেদ তৈরি হয়েছিল। সরকারের পক্ষ থেকে সিএমএইচে নেওয়ার কথা থাকলেও পরিবারের ইচ্ছায় যোগাযোগ করে তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত ঢামেকের সামনে স্বজন, রাজনৈতিক সহকর্মী ও সাধারণ মানুষের ভিড় দেখা গেছে। আইসিইউর সামনে সবার উদ্বেগ একই—ওসমান হাদি বাঁচবেন কি না। অনেকেই দোয়া পড়ছিলেন, অনেকে অপেক্ষায় ছিলেন উৎকণ্ঠিত ভঙ্গিতে।

চিকিৎসকদের মতে, হাদির পরবর্তী কয়েক ঘণ্টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্রেনের ভেতরের চাপ স্থিতিশীল থাকবে কি না—সেটাই নির্ধারণ করবে চিকিৎসার অগ্রগতি কোন দিকে যাবে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!