জাতীয়

হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস

আপডেট: ডিসে ১২, ২০২৫ : ০৫:৩৫ পিএম
হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তাঁর ভাই ওমর বিন হাদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার রাত ৯টার দিকে তাঁদের মধ্যে এ কথা হয়।

রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, হাদির ওপর হামলায় উপদেষ্টা পরিষদ গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত। এ বিষয়ে জরুরি ভিত্তিতে প্রধান উপদেষ্টা কয়েকজন উপদেষ্টাসহ পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারে তাৎক্ষণিক নির্দেশনাও দেওয়া হয়েছে।

সরকারের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধান উপদেষ্টা হাদির ভাইকে বলেন, হাদির চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে। দেশে বা বিদেশে—যেখানে প্রয়োজন হবে, সেখানে সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করা হবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, “হাদি আমাদের সবার আপন মানুষ। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। আশা করি তিনি খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।”


আরএস

Tags:
ওসমান হাদি প্রধান উপদেষ্টা

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!