ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে নির্বাচন অফিসগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) বরাবর চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ের আঞ্চলিক নির্বাচন অফিস, সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিস এবং উপজেলা/থানা নির্বাচন অফিসে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনি মালামাল ও যন্ত্রপাতির নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচন পরিচালনা–২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন সম্প্রতি আইজিপিকে পাঠান। চিঠিতে বলা হয়, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণার পর লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিস এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় নির্বাচন অফিসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন মনে করে, সারা দেশের নির্বাচন অফিসগুলোতে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথি ও নির্বাচনি সামগ্রীর সুরক্ষা নিশ্চিত করা এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
চিঠিতে আঞ্চলিক নির্বাচন অফিস, সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিস এবং উপজেলা/থানা নির্বাচন অফিসগুলোর নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
আরএস
No comments yet. Be the first to comment!