১৯৭১ সালের মতোই পরিকল্পিতভাবে দেশকে মেধাশূন্য ও নেতৃত্বহীন করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।
আজ রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, ‘পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে পরাজয়ের আভাস পেয়ে বাংলাদেশকে মেধাশূন্য করার চেষ্টা করেছিল, ঠিক একইভাবে ২০২৪ সালে পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশকে নেতৃত্বহীন করতে জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বদের লক্ষ্যবস্তু করছে।’ তিনি দাবি করেন, এরই অংশ হিসেবে ঢাকা–৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘হাদি ভাই বর্তমানে জীবন–মৃত্যুর সঙ্গে লড়ছেন। আমরা জানতে পেরেছি, আরও অনেককে তথাকথিত “হিট লিস্টে” রাখা হয়েছে।’ শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে আসিফ মাহমুদ বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে দেশের খ্যাতিমান অধ্যাপক, সাহিত্যিক, কবি ও বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। সদ্য স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করাই ছিল সেই হত্যাযজ্ঞের মূল উদ্দেশ্য। পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা ওই ষড়যন্ত্র বাস্তবায়ন করেছিল।
তিনি বলেন, সেই নির্মম হত্যাকাণ্ডের স্মরণে প্রতিবছর গভীর শ্রদ্ধা ও শোকের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এদিন রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আরএস
No comments yet. Be the first to comment!