জাতীয়

‘হাদির হামলাকারীরা ভারতে গেছে’ তথ্য নিশ্চিত নয়: ডিএমপি

আপডেট: ডিসে ১৪, ২০২৫ : ০৭:২৮ এএম ১৬
‘হাদির হামলাকারীরা ভারতে গেছে’ তথ্য নিশ্চিত নয়: ডিএমপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়েছে কিনা, এমন তথ্য নিশ্চিত নয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা পোস্টকে এ তথ্য দেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, “ডিবি ও ডিএমপির একাধিক টিম ইতিমধ্যে তদন্ত করছে। এখন পর্যন্ত কোনো প্রমাণ নেই যে, সম্ভাব্য খুনিরা ভারতে পালিয়েছে।”

ওসমান হাদির ওপর হামলার তদন্ত সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি জানাতে ডিএমপি একটি সংবাদ সম্মেলন ডেকেছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো ক্ষুদে বার্তায় জানানো হয়েছে, আজ রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম বিস্তারিত তথ্য প্রদান করবেন।

এর আগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের নিজের ফেসবুক আইডিতে উল্লেখ করেছেন, অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরসাইকেলচালক আলমগীর হোসেন ১২ ডিসেম্বর সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে। তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে।

জুলকারনাইন সায়ের আরও উল্লেখ করেছেন, ভারতের পাশে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মো. মাসুদুর রহমান বিপ্লব। তার তত্ত্বাবধানে হামলাকারীরা ভারতে অবস্থান করছে। তিনি জানান, নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে এই হামলা অত্যন্ত পরিকল্পিতভাবে করা হয়েছে এবং আরও কয়েকটি হিট টিমের একইরকম ঘটনার পুনরাবৃত্তির চেষ্টা রয়েছে।

 

আরএস

Tags:
ডিএমপি ডিএমপি নিউজ

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!