জাতীয়

হাদির ওপর হামলার ঘটনায় সরকারের সর্বোচ্চ চেষ্টা: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা

আপডেট: ডিসে ১৪, ২০২৫ : ০৮:৫০ এএম
হাদির ওপর হামলার ঘটনায় সরকারের সর্বোচ্চ চেষ্টা: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সরকার অপরাধীকে ধরতে সর্বোচ্চ ও সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা (দায়িত্বপ্রাপ্ত) সৈয়দা রিজওয়ানা হাসান রবিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান। তিনি বলেন, “যে ঘৃণ্য অপরাধ হয়েছে, তার সঙ্গে যুক্ত অপরাধীদের খুঁজে বের করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। কিছু খবর প্রকাশিত হয়েছে যে অপরাধী ভারতে চলে গেছে, তবে এ ধরনের খবরের সত্যতা ভিন্ন হতে পারে। সঠিক খবর প্রকাশের ক্ষেত্রে যথাযথ ব্যাখ্যা থাকবে।”

সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে তিনি বলেন, “সরকার এই বিচারে সর্বোচ্চ কমিটমেন্ট দেখিয়েছে। কিন্তু যারা তদন্ত করছে, তাদের হাতে যে তথ্য উপাত্ত রয়েছে, সেটি সময়মতো জমা দিতে পারছে না। এর ফলে তদন্ত প্রক্রিয়ার সময় বাড়ছে।”

উপদেষ্টা আরও বলেন, “এই ঘটনার সঙ্গে জাতির বিবেক জড়িত। দেশের আইন শাসন ও ন্যায়বিচার কার্যক্রমকে উপেক্ষা করা যাবে না। সরকার স্পষ্ট বার্তা দিয়েছে, যারা তদন্ত করছে তারা এই বিচারে অগ্রগতি নিশ্চিত করবে। আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব সহায়তা ও পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

 

আরএস

Tags:
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!