জাতীয়

দেশে ফ্যাসিবাদী শক্তির অবশিষ্টাংশ দমন করা হবে: স্থানীয় সরকার উপদেষ্টা

আপডেট: ডিসে ১৪, ২০২৫ : ০৮:৫৬ এএম
দেশে ফ্যাসিবাদী শক্তির অবশিষ্টাংশ দমন করা হবে: স্থানীয় সরকার উপদেষ্টা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়া নতুন উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশে যে ফ্যাসিবাদী শক্তির অবশিষ্টাংশ আছে তা দমন এবং প্রতিহত করা হবে।

আজ রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে নতুন দায়িত্বের প্রথম কার্যদিবসে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “জুলাই অভ্যুত্থানে যারা যোদ্ধা ছিলেন, তাদের পাশে দাঁড়িয়ে এই সরকার বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করবে। আমরা দেশ থেকে ফ্যাসিবাদী শক্তির অবশিষ্টাংশকে দমন করব।”

নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আমি জনগণের মধ্যে সবসময় সুরক্ষিত মনে করি। আমি নিজেও জনগণের মধ্যে থেকে এটি অনুভব করি।”

সরকারের বাকি দুই মাসের মেয়াদে মন্ত্রণালয় কতটুকু কাজ করতে পারবে—এ বিষয়ে তিনি বলেন, “এ সময় মূলত দৈনন্দিন কাজগুলোই করতে হবে। নির্বাচনের তফসিল প্রকাশ হয়েছে, বড় কোনো প্রকল্প হাতে নেওয়ার সুযোগ নেই। আমরা যা করতে পারি, জনগণের উপকারে সেটাই করব।”

উপদেষ্টা আরও বলেন, “আগের উপদেষ্টার কাজের মূল্যায়ন নিয়ে আমরা আলোচনা করব, সবার সঙ্গে বসে দেখব কি করা যায়। আমরা দুই মন্ত্রণালয়ে কাজ করার অভিজ্ঞতা ব্যবহার করে পরিকল্পনা অনুসারে এগোব।”


আরএস

Tags:
উপদেষ্টা আদিলুর রহমান

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!