ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও তার আইটি প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’-এর সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
রোববার (১৪ ডিসেম্বর) এনবিআরের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ফয়সাল করিমের প্রতিষ্ঠানটি বেসিসের সদস্য। ২০১০ সালে প্রতিষ্ঠিত ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’ ওয়েব ও মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে কাজ করে। ২০১৬ সালে প্রতিষ্ঠানটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ ভিত্তিক কম্পিউটার গেম ‘ব্যাটল অব ৭১’ তৈরি করেছিল।
ফয়সাল করিম ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৯ সালের ১১ মে কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য হন। ওসমান হাদি গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে থাকা এক আততায়ী দ্বারা গুলি করা হয়। হাদি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
ওসমান হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টার-সহ বিভিন্ন স্থানে ফয়সাল করিমের সাম্প্রতিক কিছু ছবি পাওয়া গেছে। ছবিগুলোতে থাকা ফয়সাল করিমের সঙ্গে গুলি করা ব্যক্তির সাদৃশ্যের কারণে তাকে সন্দেহভাজন হিসেবে ধরা হচ্ছে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা করেছেন।
ফয়সাল করিম ২০১৩ সালে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক সম্পন্ন করেন এবং পরবর্তীতে এমবিএ করেন। হাদিকে গুলি করার ঘটনায় তার নাম প্রকাশিত হওয়ার পর তার সঙ্গে বাংলাদেশের দুইবারের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং ঢাকা মহানগর আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ফয়সাল করিমের বিরুদ্ধে লুটের একটি মামলা ছিল। ২৮ অক্টোবর ঢাকার আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটি অফিসে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনায় আদাবর থানায় মামলা হয়। তাকে পরে র্যাব গ্রেপ্তার করে, যাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছিল। জামিনে থাকা অবস্থায় এবার হাদিকে গুলি করার ঘটনা সামনে আসে।
আরএস
No comments yet. Be the first to comment!