জাতীয়

হাদির ঘটনা বিচ্ছিন্ন, আইনশৃঙ্খলার অবনতি হয়নি: সিইসি

আপডেট: ডিসে ১৫, ২০২৫ : ০৬:০৭ এএম ২১
হাদির ঘটনা বিচ্ছিন্ন, আইনশৃঙ্খলার অবনতি হয়নি: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলো বিচ্ছিন্ন এবং এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো বড় ধরনের অবনতি হয়নি। তিনি আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে যে কোনো সংশয় ও দুশ্চিন্তা দূর করার আহ্বান জানিয়েছেন।

আজ সোমবার গুলশানে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কি না—এমন প্রশ্নের উত্তরে সিইসি বলেন, ‘আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? মাঝেমধ্যে দুই-একটা খুনখারাবি হয়। সাম্প্রতিক যে হাদির ঘটনা ঘটেছে, আমরা এটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখছি।’
অতীতের উদাহরণ টেনে তিনি বলেন, বাংলাদেশে এ ধরনের ঘটনা নতুন নয়। প্রয়াত আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার হত্যাকাণ্ডের কথাও উল্লেখ করেন তিনি।

নির্বাচন নিয়ে আশঙ্কার বিষয়ে সিইসি বলেন, বিভিন্ন মহলে কিছু দুশ্চিন্তা থাকলেও নির্বাচন কমিশনের কোনো সংশয় নেই। ‘আমরা সম্পূর্ণ প্রস্তুত। ইনশাআল্লাহ, নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে সবার অংশগ্রহণে।’ আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, অতীতের তুলনায় পরিস্থিতির উন্নতি হয়েছে। ‘একসময় থানাগুলো কার্যত অচল ছিল। সেই সময়ের তুলনায় এখন মানুষ শান্তিতে চলাফেরা করছে, রাতে ঘুমাতে পারছে।’ সিইসি জানান, সম্প্রতি শীর্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করা হয়েছে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বাহিনীগুলো নির্বাচনকালীন সময়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রস্তুত বলে কমিশনকে আশ্বস্ত করেছে।
নির্বাচনকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, এবার প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি

নির্বাচন পরিচালনায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, কারাবন্দি ও নিজ নির্বাচনী এলাকার বাইরে থাকা সরকারি কর্মচারীরাও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তিনি আরও বলেন, একই সঙ্গে একটি গণভোটও অনুষ্ঠিত হবে, যা এ নির্বাচনকে আরও তাৎপর্যপূর্ণ করেছে।
সবাইকে নিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান সিইসি।


আরএস

Tags:
সিইসি

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!