জাতীয়

সুদানে ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যুতে নৌ-পরিবহন উপদেষ্টার শোক

আপডেট: ডিসে ১৫, ২০২৫ : ০৬:১১ এএম
সুদানে ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যুতে নৌ-পরিবহন উপদেষ্টার শোক

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষীর নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তিনি এ নৃশংস হামলার ঘটনায় গভীর উদ্বেগও প্রকাশ করেন।

আজ সোমবার নৌ-পরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় সংঘটিত এক হামলায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হন। এ ঘটনায় আরও আটজন শান্তিরক্ষী গুরুতর আহত হয়েছেন।

নৌ-পরিবহন উপদেষ্টা নিহত শান্তিরক্ষীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহত আটজন শান্তিরক্ষীর দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। শোকবার্তায় ড. এম সাখাওয়াত হোসেন বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীরা দীর্ঘদিন ধরে সাহস, পেশাদারিত্ব ও আত্মনিবেদনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছেন। দায়িত্ব পালনকালে ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষীর নিহত হওয়া জাতির জন্য গভীর বেদনার।

তিনি বলেন, বিশ্বশান্তি ও মানবতার সেবায় নিয়োজিত অবস্থায় এই বীর সেনাসদস্যদের আত্মত্যাগ অপূরণীয় ক্ষতি। নৌ-পরিবহন উপদেষ্টা আরও বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিকভাবে অত্যন্ত প্রশংসিত। বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সুদানে চলমান সহিংসতা অবিলম্বে বন্ধে সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।


আরএস

Tags:
নৌ-পরিবহন উপদেষ্টা

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!