মহান বিজয় দিবস–২০২৫ উদ্যাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সময় স্মৃতিসৌধের ফুলের বাগানের কোনো ধরনের ক্ষতি করা যাবে না।
আজ সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আরেকটি তথ্য বিবরণীতে জানানো হয়, বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে ঢাকার গাবতলী থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো ধরনের পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো যাবে না।
সরকারি তথ্য বিবরণীতে আরও জানানো হয়, মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল সকালে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে সকাল ১০টায় একটি জমকালো এয়ার শো অনুষ্ঠিত হবে। এ এয়ার শো সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। সরকার জানিয়েছে, বিজয় দিবস উদ্যাপনে শৃঙ্খলা ও সৌন্দর্য রক্ষার স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে এসব নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ জানানো হয়েছে।
আরএস
No comments yet. Be the first to comment!