জাতীয়

পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতি না করার নির্দেশ

আপডেট: ডিসে ১৫, ২০২৫ : ০৬:২৮ এএম
পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতি না করার নির্দেশ

মহান বিজয় দিবস–২০২৫ উদ্‌যাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সময় স্মৃতিসৌধের ফুলের বাগানের কোনো ধরনের ক্ষতি করা যাবে না।

আজ সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আরেকটি তথ্য বিবরণীতে জানানো হয়, বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে ঢাকার গাবতলী থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো ধরনের পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো যাবে না।

সরকারি তথ্য বিবরণীতে আরও জানানো হয়, মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল সকালে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে সকাল ১০টায় একটি জমকালো এয়ার শো অনুষ্ঠিত হবে। এ এয়ার শো সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। সরকার জানিয়েছে, বিজয় দিবস উদ্‌যাপনে শৃঙ্খলা ও সৌন্দর্য রক্ষার স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে এসব নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ জানানো হয়েছে।


আরএস

Tags:
মহান বিজয় দিবস–২০২৫

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!