বাংলাদেশে সহিংস রাজনীতির সংস্কৃতির কোনো জায়গা নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন শুধু ক্ষমতা বদলের প্রক্রিয়া নয়, এটি গণতন্ত্র পুনর্গঠনের একটি নির্ণায়ক মুহূর্ত।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। রিজওয়ানা হাসান বলেন, দীর্ঘদিন ধরে বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ গড়ার যে স্বপ্ন রয়ে গেছে, ফেব্রুয়ারির নির্বাচন সেই লক্ষ্য অর্জনের যাত্রার সূচনা হতে পারে। তাঁর ভাষায়, এই নির্বাচন একটি শক্ত ভিত্তি তৈরি করবে, যা গণতন্ত্রকে সুদৃঢ় করবে এবং সরকারকে জনগণের কাছে বাস্তব জবাবদিহির আওতায় আনবে।
উপদেষ্টা বলেন, এটি কেবল একটি নির্বাচন নয়; এক অর্থে এটি একটি গণভোট। সংস্কারসংক্রান্ত যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেখানে জনগণ সরাসরি মতামত জানানোর সুযোগ পাবে। সেই রায়ের ভিত্তিতেই গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হতে পারে। দেশের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রিজওয়ানা হাসান বলেন, প্রতিপক্ষকে দমন করতে যুক্তি ও তর্কের পরিবর্তে হত্যাচেষ্টা কিংবা সহিংসতার পথ বেছে নেওয়া অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এসব কাজ কাপুরুষোচিত উল্লেখ করে তিনি বলেন, এতে কোনো বীরত্ব নেই। শক্তি থাকলে জনগণের মুখোমুখি হতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের সামনে যাওয়ার পথ সবারই জানা।
তিনি আরও বলেন, প্রতিপক্ষকে ঘায়েল করার যে সহিংস সংস্কৃতি গড়ে উঠেছে, নতুন বাংলাদেশের রাজনীতিতে তার কোনো স্থান নেই। তাঁর মতে, সুষ্ঠু নির্বাচন, বিচার ও কাঠামোগত সংস্কারের যে লক্ষ্য নিয়ে সরকার যাত্রা শুরু করেছে, তা বাস্তবায়ন করতে পারলেই সরকারের সাফল্য নিশ্চিত হবে। নির্বাচন ঘিরে সরকারের অবস্থান তুলে ধরে রিজওয়ানা হাসান বলেন, সরকারের লক্ষ্য একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও স্বতঃস্ফূর্ত নির্বাচন নিশ্চিত করা, যাতে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, এই প্রক্রিয়াকে ব্যাহত করতে একটি শক্তি সক্রিয় রয়েছে। সে কারণে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও জরুরি।
তিনি জানান, সরকার শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকেই এগোচ্ছে। কিন্তু জনগণকে ভয় দেখানোর একটি পরিকল্পিত প্রচেষ্টা চলছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আরএস
No comments yet. Be the first to comment!