মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টা ৫৭ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করেন।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এর আগে ভোর ৬টা ৩৩ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এদিকে মহান বিজয় দিবসের ৫৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে উৎসবের আমেজ দেখা গেছে। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই লাল–সবুজের আলোকচ্ছটায় সাজানো হয় রাজধানী ঢাকা। বিভিন্ন সড়ক, স্থাপনা ও সরকারি ভবনে আলোকসজ্জা করা হয়। বিজয়ের আনন্দে নগরবাসীর মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
আরএস
No comments yet. Be the first to comment!