জাতীয়

ডিজিটালাইজেশনের কারণে দুর্নীতি ও ভোগান্তি অনেক কমেছে: আসিফ নজরুল

আপডেট: ডিসে ১৭, ২০২৫ : ০৬:০৬ এএম
ডিজিটালাইজেশনের কারণে দুর্নীতি ও ভোগান্তি অনেক কমেছে: আসিফ নজরুল

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, প্রবাসী অ্যাপস এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে গমন প্রক্রিয়া ডিজিটালাইজ করার ফলে দুর্নীতি ও ভোগান্তি অনেকাংশে কমেছে। তিনি বলেন, “আগে শত শত হাজার কোটি টাকা প্রবাসীদের কাছ থেকে আদায় করা হতো। যারা বিদেশে যাবেন তাদের কাছ থেকে নানা ধরনের দুর্নীতি হতো। সেটা বন্ধ করার জন্য আমরা প্রাণান্ত প্রচেষ্টা করেছি।”

আজ (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ড. আসিফ নজরুল আরও বলেন, “আইওএম ও আইএলও আমাদের অনেক সহযোগিতা করেছে। ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম নামে একটি সম্পূর্ণ অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছি। সমস্ত বিদেশে গমন প্রক্রিয়া ১০০ শতাংশ ডিজিটালাইজ করা হয়েছে। এখন মেশিনের মাধ্যমে প্রক্রিয়া হলেও সেই মেশিনের পেছনে মানুষ থাকে, তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।”

তিনি জানান, সৌদি আরবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তি প্রবাসী কল্যাণে ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া মালয়েশিয়ার প্রবাসী শ্রমিকদের জন্য সিঙ্গেল ভিসা থেকে মাল্টিপল ভিসার ব্যবস্থা করা হয়েছে।

ড. আসিফ নজরুল বলেন, “মালয়েশিয়ার সিন্ডিকেট নিয়ে আমরা অনেক অভিযোগ শুনেছি। প্রবাসী শ্রমিকদের থেকে অবৈধভাবে অর্থ গ্রহণের চেষ্টা করতো সেই সিন্ডিকেট। আমরা সিন্ডিকেটকে সম্পূর্ণ ডিলিস্টিং করেছি এবং ভাঙার চেষ্টা করেছি। এখনও তা নিয়ন্ত্রণে আছে। আমাদের মনে হয়, আমাদের আরও অনেক কিছু করার আছে।”

তিনি আরও উল্লেখ করেন, “পরবর্তী সরকার যদি দেশের মানুষের প্রতি সত্যিকারের ভালোবাসা ও কৃতজ্ঞতা রাখে, তবে প্রবাসী কল্যাণের জন্য আরও বেশি ব্যবস্থা নিতে পারবে।”

ডিজিটালাইজেশন, অনলাইন প্ল্যাটফর্ম এবং আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে প্রবাসী কল্যাণে সরকারের পদক্ষেপ প্রমাণ করছে, দুর্নীতি ও ভোগান্তি অনেকাংশে কমেছে এবং প্রবাসীদের সুবিধা বৃদ্ধি পাচ্ছে।


আরএস

Tags:
আসিফ নজরুল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!