জাতীয়

বিকেলে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব

আপডেট: ডিসে ১৮, ২০২৫ : ০৬:৩০ এএম
বিকেলে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব

বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বিদেশি কূটনীতিক, উন্নয়ন সহযোগী ও অন্যান্য অংশীজনদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ব্রিফিংয়ে দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরা হবে। এতে আসন্ন জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয় সম্পর্কে বিদেশি কূটনীতিক ও উন্নয়ন সহযোগীরা অবহিত হবেন।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায়, পররাষ্ট্র সচিব ব্রিফিংয়ে আসন্ন সংসদ নির্বাচনের প্রস্তুতি ও রোডম্যাপ, নির্বাচন কমিশনের ভূমিকা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তথ্য প্রদান করবেন। এছাড়া আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরিতে সরকারের অঙ্গীকারের বিষয়টিও তুলে ধরা হতে পারে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!