জাতীয় প্রেস ক্লাবের ২০২৬–২০২৭ মেয়াদের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানসহ সাত সদস্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ২০২৬–২০২৭ মেয়াদের ব্যবস্থাপনা কমিটি নির্বাচনে সভাপতি পদে সকল প্রার্থী এবং সাধারণ সম্পাদক পদে একজন বাদে সকল প্রার্থীসহ অধিকাংশ প্রার্থী অনিবার্য কারণ দেখিয়ে নির্বাচন স্থগিতের জন্য লিখিত আবেদন করেছেন। এ প্রেক্ষিতে প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা করে নির্বাচন পরিচালনা কমিটি সর্বসম্মতিক্রমে নির্বাচন সাময়িক কালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনের পরবর্তী কার্যক্রম ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এস এ এম শওকাত হোসেন এবং সদস্য মো. মনিরুজ্জামান, শামীমা চৌধুরী, নজরুল ইসলাম, উদয় হাকিম, সায়স্থ সাখাওয়াৎ ও আ ব ম ছালাউদ্দিন।
আরএস
No comments yet. Be the first to comment!