জাতীয়

পত্রিকা অফিসে হামলার তীব্র নিন্দা মির্জা ফখরুলের

আপডেট: ডিসে ১৯, ২০২৫ : ০৫:২০ এএম
পত্রিকা অফিসে হামলার তীব্র নিন্দা মির্জা ফখরুলের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরকে কেন্দ্র করে ডেইলি স্টার, প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকা কার্যালয় এবং বরেণ্য সাংবাদিক নুরুল কবিরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ নিন্দা জানান। পোস্টে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। এ দেশের প্রতিটি নাগরিকের জানমাল রক্ষার দায়িত্ব বর্তমান সরকারের। তিনি বলেন, শহীদ হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন তাঁর আত্মার মাগফিরাত কামনায় সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে, ঠিক সেই সময় ডেইলি স্টার, প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকা প্রতিষ্ঠান এবং সাংবাদিক নুরুল কবিরসহ আরও অনেকের ওপর হামলার ঘটনা ঘটে।

বিএনপির মহাসচিব বলেন, দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে, তারা এই দেশের শত্রু। তারা সংকটের সুযোগ নেয়। আজকের এই দুঃখভারাক্রান্ত মুহূর্তকে তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে রূপ দিয়েছে।

তিনি বলেন, ‘আমি এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’ মির্জা ফখরুল আরও বলেন, শরিফ ওসমান হাদি নির্বাচনে প্রার্থী ছিলেন এবং জনগণের কাছে গিয়েছিলেন। নির্বাচন হবে এবং বাংলাদেশে গণতান্ত্রিকভাবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

হাদির হত্যাকারীদের বিচার এবং সব ধরনের মব সন্ত্রাসের বিচার দাবি করে বিএনপির মহাসচিব বলেন, গত এক বছরের বেশি সময় ধরে মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করে দিয়েছে। স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব হওয়া উচিত জাতিকে ঐক্যবদ্ধ করা এবং একটি গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা।

পোস্টের শেষাংশে তিনি সব পক্ষকে দায়িত্বশীল আচরণের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানান।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!