জাতীয়

শহীদ ওসমান হাদির জানাজা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

আপডেট: ডিসে ১৯, ২০২৫ : ০৫:৩৭ পিএম ১২
শহীদ ওসমান হাদির জানাজা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা উপলক্ষে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিপুলসংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে। সে কারণে ওই সময় মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় যানবাহন চলাচল সীমিত থাকবে।

ডিএমপি জানায়, জানাজা অনুষ্ঠানের সুবিধার্থে খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। এ অবস্থায় নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার ও ট্রাফিক নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপির দেওয়া নির্দেশনা অনুযায়ী—

মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে ফার্মগেট বা সোনারগাঁও অভিমুখী যানবাহনগুলো গণভবন ক্রসিং–লেক রোড–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি ক্রসিং দিয়ে ফার্মগেটের দিকে চলাচল করবে।

ফার্মগেট থেকে মানিক মিয়া অ্যাভিনিউ বা ইন্দিরা রোডগামী যানবাহনগুলো খেজুরবাগান ক্রসিং হয়ে উড়োজাহাজ ক্রসিং–লেক রোড–গণভবন ক্রসিংয়ের দিকে যাবে।

ধানমন্ডি থেকে ফার্মগেটগামী যানবাহনগুলো আসাদগেট–গণভবন ক্রসিং হয়ে লেক রোড ও বিজয় সরণি ব্যবহার করে ফার্মগেটে পৌঁছাবে। এ ছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের জানাজা চলাকালীন সময় ফার্মগেট এক্সিট র‍্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‍্যাম্প ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি। ডিএমপি আরও জানিয়েছে, শনিবার সকাল থেকে জানাজা ও দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা পরিহার করে চলাচলের জন্য যানবাহন চালকদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

নিরাপত্তার স্বার্থে জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ধরনের ব্যাগ বা ভারী জিনিস বহন না করার অনুরোধও জানানো হয়েছে। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ঢাকা মহানগর পুলিশ।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!