জাতীয়

স্যার ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

আপডেট: ডিসে ২০, ২০২৫ : ০৭:৫৬ এএম
স্যার ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

বিশ্বের অন্যতম শীর্ষ বেসরকারি সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের এই দিনে ৮৩ বছর বয়সে তিনি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ স্যার ফজলে হাসান আবেদকে বাংলাদেশ সরকার ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কারে (মরণোত্তর) ভূষিত করেছেন।

ফজলে হাসান আবেদ ১৯৭১ সালে মাত্র ৩৬ বছর বয়সে সুনামগঞ্জে ক্ষুদ্র ত্রাণ ও পুনর্বাসন প্রকল্প হিসেবে ব্র্যাকের সূচনা করেন। ক্ষুদ্রঋণ, সামাজিক ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক এবং সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নে নানামাত্রিক বিনিয়োগের মাধ্যমে ব্র্যাক আজ ১৪টি দেশ এবং ১৪ কোটি ৫০ লাখেরও বেশি মানুষের কাছে পৌঁছেছে। সংস্থা আন্তর্জাতিকভাবে বিশ্বের শীর্ষ বেসরকারি সংস্থার স্বীকৃতি অর্জন করেছে।

১৯৩৬ সালের ২৭ এপ্রিল সিলেটের হবিগঞ্জের বানিয়াচং গ্রামে জন্মগ্রহণ করেন স্যার ফজলে হাসান আবেদ। শিক্ষার উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণসহ বিভিন্ন ক্ষেত্রে তার অবদানের জন্য তিনি অসংখ্য পুরস্কার ও আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছেন।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অশোকা তাকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃতি দিয়েছে। ২০১০ সালে ব্রিটেনের রানির কাছ থেকে নাইটহুড মর্যাদা লাভ করেন তিনি। ২০১৯ সালে নেদারল্যান্ডসের রাজাও তাকে নাইটহুড উপাধিতে ভূষিত করেন।

এছাড়া, ২০১৪ ও ২০১৭ সালে ফরচুন ম্যাগাজিনের বিশ্বের শীর্ষ প্রভাবশালী ৫০ ব্যক্তিত্বের তালিকায় জায়গা করে নেন স্যার ফজলে হাসান আবেদ।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!