মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এবং স্বাধীন বাংলাদেশের প্রথম বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আজ শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রপতি কার্যালয় থেকে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, এ কে খন্দকার ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও একজন দেশপ্রেমিক সেনানায়ক। দেশের স্বাধীনতা অর্জন এবং পরবর্তী সময়ে রাষ্ট্রগঠনে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ কে খন্দকার শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
১৯৩০ সালের ১ জানুয়ারি আবদুল করিম খন্দকার জন্মগ্রহণ করেন। তিনি এ কে খন্দকার নামেই বেশি পরিচিত ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তিনি উপ-প্রধান সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং স্বাধীনতার পর তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম বিমানবাহিনী প্রধান নিযুক্ত হন।
বর্ণাঢ্য কর্মজীবনে এ কে খন্দকার বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ভারত ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি পাবনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
আরএস
No comments yet. Be the first to comment!