জাতীয়

হাদির সমাধিস্থল নিয়ে ছড়িয়ে পড়া ছবি বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত: ডিএমপি

আপডেট: ডিসে ২১, ২০২৫ : ০৬:৪৩ এএম ১৫
হাদির সমাধিস্থল নিয়ে ছড়িয়ে পড়া ছবি বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত: ডিএমপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির সমাধিস্থল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি ছবি বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ রোববার (২১ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “হাদির সমাধিস্থলটি নিরাপত্তা পরিবেষ্টিত। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।”

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে হাদির দাফন সম্পন্ন হয়। দাফনের পর বিশেষ মোনাজাতের মাধ্যমে হাদির বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।

জানাজার আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হয়। লাখো মানুষ অংশগ্রহণ করেন। জানাজায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!