জাতীয়

এ কে খন্দকারের মৃত্যুতে ভারতীয় হাইকমিশনের শোক

আপডেট: ডিসে ২২, ২০২৫ : ০৪:৫২ এএম
এ কে খন্দকারের মৃত্যুতে ভারতীয় হাইকমিশনের শোক

মুক্তিবাহিনীর উপপ্রধান (ডেপুটি চিফ অব স্টাফ) ও বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম প্রধান এ কে খন্দকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এ কে খন্দকারের ছেলে জাফরুল করিম খন্দকারকে পাঠানো এক শোকবার্তায় এই শোক প্রকাশ করেন বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

রোববার রাতে এক বার্তায় হাইকমিশন জানায়, শোকবার্তায় এ কে খন্দকারকে একজন অসাধারণ মানুষ এবং বীর মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং যুদ্ধোত্তর সময়ে বাংলাদেশ বিমানবাহিনী গড়ে তোলার ক্ষেত্রে তাঁর নেতৃত্ব ও ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় আরও বলা হয়, এ কে খন্দকারের দেশপ্রেম, পেশাদারিত্ব ও নেতৃত্ব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান বীর সেনানী এ কে খন্দকার বীর উত্তম গত ২০ ডিসেম্বর ইন্তেকাল করেন। তিনি সাবেক এয়ার ভাইস মার্শাল হিসেবে দায়িত্ব পালনের পর রাজনীতিতে যুক্ত হন এবং দুই দফা মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

আরএস

Tags:
ভারত

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!