ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে আসিফ নজরুল লেখেন, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০২২-এর ১০ ধারা অনুযায়ী পুলিশ প্রতিবেদন (চার্জশিট) দাখিলের পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে।
এর আগে একই দিন দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চ আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে সম্পন্ন করার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, দ্রুত একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠন করে এফবিআই ও স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাকে তদন্ত প্রক্রিয়ায় যুক্ত করতে হবে।
তিনি আরও বলেন, বিকেল ৩টায় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ওই কর্মসূচির পর সংগঠনটির পরবর্তী রাজনৈতিক অবস্থান নির্ধারণ করা হবে। সংবাদ সম্মেলনে জাতীয় সংসদ নির্বাচনের আগেই ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবিও জানানো হয়।
আরএস
No comments yet. Be the first to comment!