জাতীয়

শাহজালাল বিমানবন্দরে যাত্রী ছাড়া প্রবেশে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা

আপডেট: ডিসে ২৩, ২০২৫ : ০৬:২৬ এএম
শাহজালাল বিমানবন্দরে যাত্রী ছাড়া প্রবেশে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামীকাল (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা যাত্রী ছাড়া সহযাত্রী ও ভিজিটরের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক মঙ্গলবার এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। বার্তায় বলা হয়েছে, ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত শুধুমাত্র বৈধ টিকিটধারী যাত্রীদের প্রবেশের অনুমতি থাকবে। অন্য কেউ বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে পারবেন না। বিমানবন্দর সূত্র জানিয়েছে, যাত্রীসেবা, নিরাপত্তা ও অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করবেন। দীর্ঘদিনের প্রবাস জীবন শেষে তার আগমনে দলের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো বিমানবন্দর ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে থাকবে।


আরএস

Tags:
শাহজালাল বিমানবন্দর

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!