রাজধানীবাসীর কাছে জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলের সেবার উপর মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতির মেয়াদ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এনবিআর জনসংযোগ কর্মকর্তা আল আমীন শেখ বলেন, “সরকার জনগুরুত্ব বিবেচনায় এবং পরিবেশবান্ধব, দূরনিয়ন্ত্রিত ও অত্যাধুনিক গণপরিবহন মেট্রোরেলকে অধিক জনপ্রিয় করার উদ্দেশ্যে ভ্যাট অব্যাহতির মেয়াদ ৩১ ডিসেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করেছে। এর আগে মেট্রোরেল সেবার ওপর আরোপিত ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।”
তিনি আরও জানান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের প্রথম মেট্রোরেল ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করা হয়। এরপর এটি পর্যায়ক্রমে মতিঝিল পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। মেট্রোরেলের যাত্রীদের জন্য কোনো শ্রেণিবিন্যাস বা ভাড়া ব্যবধান নেই; সকল যাত্রী নির্ধারিত ভাড়ায় একই সেবা গ্রহণ করতে পারেন।
এনবিআর আশা করছে, ভ্যাট অব্যাহতি চালু রাখার ফলে মেট্রোরেলের যাত্রীসংখ্যা আরও বৃদ্ধি পাবে এবং এটি পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থার প্রচারণায় সহায়ক হবে।
আরএস
No comments yet. Be the first to comment!