জাতীয়

আবাসন খাতের মন্দা স্থায়ী নয়, সুদিন ফিরবেই: রাজউক চেয়ারম্যান

আপডেট: ডিসে ২৪, ২০২৫ : ০৭:৫২ এএম
আবাসন খাতের মন্দা স্থায়ী নয়, সুদিন ফিরবেই: রাজউক চেয়ারম্যান

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম বলেছেন, আবাসন খাতে বর্তমানে কিছুটা মন্দা থাকলেও এটি স্থায়ী নয় এবং সুদিন অবশ্যই ফিরে আসবে।

তিনি বলেন, “একটি দেশ গড়ে তুলতে ভবন নির্মাণের সঙ্গে যুক্ত উদ্যোক্তা ও নির্মাণকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যদিও আবাসন খাতে নানা পেশাজীবী সংগঠন যুক্ত, বাস্তবে মূল দায়িত্ব উদ্যোক্তা ও নির্মাতাদেরই।”

আজ বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজউক চেয়ারম্যান এই কথা বলেন। তিনি আরও বলেন, যদি কোনো প্লট মালিককে নিজের টাকায় বাড়ি নির্মাণ করতে বলা হয়, তাহলে ঢাকায় কতগুলো ভবন তৈরি হতো, তা ভাবার বিষয়।

ডেভেলপারদের বিষয়ে প্রচলিত ভুল ধারণার কথা তুলে ধরে তিনি বলেন, “অনেকে মনে করেন, ডেভেলপাররা শুধু নিজেদের ব্যবসার কথা ভাবেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এমন ধারণা সঠিক নয়। তারা সবাই একটি সুন্দর, পরিকল্পিত ও নিয়মিত শহর গড়তে চান।”

মোবাইল কোর্ট পরিচালনা ও মিটার জব্দ নিয়ে ‘বদনাম’ হওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমি চাই না রাজউককে মোবাইল কোর্ট পরিচালনা করতে হোক। যদি রাজউক ও নির্মাতারা সততা, দায়িত্ববোধ ও দেশপ্রেম নিয়ে একসঙ্গে কাজ করে, তাহলে এর প্রয়োজন পড়বে না।”

চেয়ারম্যান আরও বলেন, লক্ষ্য শুধু ভবন নির্মাণ নয়, বরং পরিবেশবান্ধব ও বাসযোগ্য শহর গড়ে তোলা। তিনি বলেন, “গ্রিন বিল্ডিংয়ের ধারণা একদিনে বাস্তবায়ন সম্ভব নয়, তবে ধাপে ধাপে এটি বাস্তবায়ন করতে হবে।”

শহর পরিকল্পনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “যে শহর বা ভবনে ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, সেই উন্নয়ন কোনো কাজে আসে না। এতে কিছু ব্যক্তি লাভবান হয়, কিন্তু দেশ বা সমাজের উপকার হয় না। পরিকল্পনা অনুমোদন ও তদারকির দায় রাজউকের।”

রিয়াজুল ইসলাম ড্যাপ গেজেট বাস্তবায়নে সহযোগিতার কথাও উল্লেখ করেন এবং বলেন, “চূড়ান্ত নয়—আপডেট ও সংশোধনের সুযোগ রয়েছে। এ জন্য টেকনিক্যাল কমিটি গঠন করা হবে।”


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!