জাতীয়

বড়দিনে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

আপডেট: ডিসে ২৪, ২০২৫ : ০৪:৩৩ পিএম
বড়দিনে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

বড়দিন উপলক্ষ্যে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এক অনুষ্ঠানে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বাংলাদেশের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ন্যাশনাল ক্রিশ্চিয়ান ফেলোশিপ অব বাংলাদেশের সভাপতি বিশপ ফিলিপ পি অধিকারী, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ড. বেনেডিক্ট আলো ডি রোজারিও এবং জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশের সভাপতি খ্রিস্টোফার অধিকারীসহ খ্রিস্টান সম্প্রদায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

খ্রিস্টান ধর্মীয় নেতারা তাঁদের শুভেচ্ছা বক্তব্যে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক সুনাম এবং দেশের অর্থনীতি ও সার্বিক পরিস্থিতি স্থিতিশীল করতে তাঁর ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে প্রধান উপদেষ্টার নেতৃত্বে আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ তাঁর বক্তব্যে যিশু খ্রিস্টকে সার্বজনীন মানবতার প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, ক্ষমা ও মানবসেবার মহান আদর্শকে ধারণ করেই বিশ্বের কোটি কোটি মানুষের সঙ্গে বাংলাদেশের জনগণও আনন্দ-উদ্দীপনায় বড়দিন উদযাপন করছে। তিনি প্রধান উপদেষ্টাকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশ পুনর্গঠনের দায়িত্ব আপনি নিষ্ঠার সঙ্গে পালন করছেন। একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে এ প্রচেষ্টা সফল হবে—এমনটাই আমরা প্রত্যাশা করি।

প্রধান উপদেষ্টা উপস্থিত সবাইকে বড়দিন ও আসন্ন নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আপনারাই সমাজের প্রতিবিম্ব। আপনাদের দেখলে আমরা বুঝতে পারি সমাজ কোন পথে এগোচ্ছে।’ তিনি বলেন, একটি সুস্থ ও গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতেই গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ প্রস্তুত করা হয়েছে। এই সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের সঙ্গে একযোগে অনুষ্ঠিত এ গণভোটের রায়ের ভিত্তিতেই ভবিষ্যৎ সংস্কার কার্যক্রম গ্রহণ করা হবে।

প্রধান উপদেষ্টা আসন্ন নির্বাচন ও গণভোটের বিষয়ে জনগণকে সচেতন করতে ধর্মীয় নেতৃবৃন্দকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতারা বড়দিন উপলক্ষ্যে ট্রাস্টকে আড়াই কোটি টাকা অনুদান দেওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান। তাঁরা জানান, দেশব্যাপী প্রায় ৮০০টি চার্চের মধ্যে তিন ধাপে এ অনুদান বিতরণ করা হচ্ছে। অনুষ্ঠানের শেষ পর্বে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বড়দিনের কেক কাটেন প্রধান উপদেষ্টা।

 

আরএস

Tags:
প্রধান উপদেষ্টা

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!