খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন আজ। ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, যিশুখ্রিষ্ট ২৫ ডিসেম্বর বেথলেহেমে জন্মগ্রহণ করেন। এই দিনটি খ্রিষ্টান সম্প্রদায় ‘শুভ বড়দিন’ হিসেবে পালন করে থাকে।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও খ্রিষ্টান ধর্মানুসারীরা দিনটি উদযাপন করছেন ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রার্থনা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে। বড়দিন উপলক্ষে আজ দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশের গির্জাগুলো সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। বিভিন্ন গির্জা ও তারকা হোটেলে স্থাপন করা হয়েছে আলোকসজ্জা। গত সন্ধ্যা থেকেই আলোতে ঝলমল করে উঠেছে ঢাকার গুরুত্বপূর্ণ গির্জা ও আবাসিক হোটেলগুলো।
বড়দিন উপলক্ষে আজ খ্রিষ্টান পরিবারগুলোতে থাকছে বিশেষ খাবার ও কেক তৈরির আয়োজন। দেশের বিভিন্ন অঞ্চলে কীর্তন ও ধর্মীয় গানের আয়োজন করা হয়েছে। অনেক পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে গ্রামেও যাচ্ছেন।
রাজধানীর তারকা হোটেলগুলোতে কৃত্রিম ক্রিসমাস ট্রি ও সান্তা ক্লজ স্থাপন করা হয়েছে। বড়দিনের প্রাক্কালে গত রাতে বিভিন্ন গির্জায় মধ্যরাতের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল থেকে শুরু হয়েছে বড়দিনের মূল প্রার্থনা। খ্রিষ্টান সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী, মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে এবং সৃষ্টিকর্তার মহিমা প্রচার করতেই যিশুখ্রিষ্টের পৃথিবীতে আগমন ঘটেছিল।
আরএস
No comments yet. Be the first to comment!