নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে দেশপ্রেম ও মানবতার মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে খ্রিষ্টান ধর্মাবলম্বী সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার জন্য একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের সব মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ড. ইউনূস বলেন, খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট এই দিনে বেথেলহেমে জন্মগ্রহণ করেন। তিনি পৃথিবীতে শান্তি, ন্যায় ও মানবমুক্তির বার্তা নিয়ে এসেছিলেন। মানবজাতিকে সত্য, কল্যাণ ও ন্যায়ের পথে পরিচালিত করাই ছিল তাঁর জীবনের অন্যতম লক্ষ্য।
প্রধান উপদেষ্টা বলেন, মহামতি যিশু খ্রিষ্ট সর্বদা বিপন্ন, অবহেলিত ও অনাহারক্লিষ্ট মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। আমৃত্যু তিনি ক্ষমা, ভালোবাসা ও প্রভুভক্তির মহিমা প্রচার করে গেছেন। তাঁর জীবনাচরণ ও চারিত্রিক গুণাবলি আজও মানবসমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।
তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। যুগ যুগ ধরে এ দেশের মানুষ ভিন্ন ভিন্ন ধর্ম, সংস্কৃতি ও আচার-অনুষ্ঠানের প্রতি সম্মান দেখিয়ে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের নজির স্থাপন করে আসছে। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বড়দিন উদযাপন এ সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন। বাণীর শেষে প্রধান উপদেষ্টা খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ দেশের সব মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
আরএস
No comments yet. Be the first to comment!