জাতীয়

পদত্যাগ করলেন খোদা বকশ চৌধুরী

আপডেট: ডিসে ২৫, ২০২৫ : ০৭:১৯ এএম
পদত্যাগ করলেন খোদা বকশ চৌধুরী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করা বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্র রাষ্ট্রপতি বুধবার (২৪ ডিসেম্বর) গ্রহণ করেছেন।

এর আগে খোদা বকশ চৌধুরী নিজেই পদত্যাগের আবেদন করেন। রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, তাঁর পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!