জাতীয়

আইনশৃঙ্খলা বাহিনীসহ দেশবাসীকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

আপডেট: ডিসে ২৫, ২০২৫ : ০৫:৫০ পিএম
আইনশৃঙ্খলা বাহিনীসহ দেশবাসীকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর অভ্যর্থনা জানাতে আসা দেশবাসীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার রাতে বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তারেক রহমান লন্ডন থেকে স্বদেশ প্রত্যাবর্তনের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর ৩০০ ফিট এলাকা পর্যন্ত বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে তাকে সংবর্ধনা জানানো হয়। এ সময় ঢাকা মহানগরী এক বিশাল জনসমাগমে পরিণত হয়।

এ অভ্যর্থনায় অংশ নেওয়া সাধারণ জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারেক রহমান। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা মহানগরীসহ সারা দেশের বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

অভ্যর্থনা অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালনকারী সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি আজকের অভ্যর্থনা কাভার করা সব গণমাধ্যমের সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা জানান তারেক রহমান।


আরএস

Tags:
তারেক রহমান

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!