জাতীয়

আসিফ মাহমুদের ৩০ লাখ অনুসারীর ফেসবুক পেজ সরিয়ে নিল কর্তৃপক্ষ

আপডেট: ডিসে ২৬, ২০২৫ : ০৫:১৭ পিএম
আসিফ মাহমুদের ৩০ লাখ অনুসারীর ফেসবুক পেজ সরিয়ে নিল কর্তৃপক্ষ

প্রায় ৩০ লাখ অনুসারী থাকা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজটি সরিয়ে নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। পেজটি অপসারণের পেছনে সংঘবদ্ধ রিপোর্ট ও পরিকল্পিত স্ট্রাইকের অভিযোগ তুলেছেন আসিফ মাহমুদ।

আজ শুক্রবার নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি। পোস্টে আসিফ মাহমুদ বলেন, ওসমান হাদি সংশ্লিষ্ট বিভিন্ন পোস্ট ও ভিডিওকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে স্ট্রাইক দেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় তাঁর অফিসিয়াল ফেসবুক পেজটি সম্পূর্ণভাবে রিমুভ করা হয়।

তিনি দাবি করেন, একাধিক টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করে তাঁর পেজের লিংক ছড়িয়ে সংঘবদ্ধভাবে রিপোর্ট করা হয়েছে। বিশেষ করে ওসমান হাদিকে নিয়ে প্রকাশিত তিনটি ভিডিওতে একযোগে স্ট্রাইক দেওয়া হয়। এর ফলেই ফেসবুক কর্তৃপক্ষ পেজটি অপসারণের সিদ্ধান্ত নেয়।

পেজটি সরিয়ে নেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!