শিল্প মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশে কোনো দেশপ্রেমিক মানুষ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করবে না। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি দেশপ্রেমিক মানুষ এগিয়ে আসবে এবং সহযোগিতা করবে।
আজ শনিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার মঠের বাজারে জুলাই আন্দোলনের শহীদ নাইমুর রহমানের কবর জিয়ারতের পর তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। এর আগে তিনি শহীদ মামুনের কবর জিয়ারত এবং জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান। এছাড়া শিবচর উপজেলায় হাউজিং প্রকল্প ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের অগ্রগতি পরিদর্শন করেন।
উপদেষ্টা আদিলুর রহমান খান আরও বলেন, সরকারের পক্ষ থেকে দেশের প্রতিটি মানুষকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। ফ্যাসিবাদী শক্তি নির্বাচনে বাধা সৃষ্টি করার চেষ্টা করলে জনগণ সরকারের পাশে থাকবে, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং যারা বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে।
তিনি বলেন, “আমরা যে জেলায় যাই, সেই জেলার উন্নয়নমূলক কাজ পরিদর্শন করি, জুলাই যোদ্ধাদের কবর জিয়ারত করি এবং তাদের পরিবারের খোঁজ খবর নিই।”
উল্লেখ্য, শনিবার রাত ৮টা পর্যন্ত এবং রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত মাদারীপুর জেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন উপদেষ্টা আদিলুর রহমান খান।
আরএস
No comments yet. Be the first to comment!