জাতীয়

শুধু লোক বদলালে দেশ বদলায় না, সিস্টেম বদলাতে হবে: তথ্য উপদেষ্টা

আপডেট: ডিসে ২৭, ২০২৫ : ০৮:৩১ এএম
শুধু লোক বদলালে দেশ বদলায় না, সিস্টেম বদলাতে হবে: তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শুধু লোক বদলালেই দেশ বদলে যাবে না, সিস্টেম বদলাতে হবে। তিনি বলেন, আগুন দেওয়া বা ককটেল বিস্ফোরণের মতো সহিংসতার সঙ্গে যারা জড়িত, তারা সবার অভিন্ন প্রতিপক্ষ। রাজনৈতিক পরিচয় ভিন্ন হলেও সহিংসতার মাধ্যমে কোনো পরিবর্তন আনা যায় না।

আজ শনিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক প্রশ্ন উঠেছে। কিন্তু ওই পরিস্থিতিতে হেলিকপ্টার বা কাঁদানে গ্যাস ব্যবহারের সুযোগ ছিল না। বাতাস বা গ্যাস আগুন আরও ছড়িয়ে দিতে পারত। তখন একমাত্র লক্ষ্য ছিল আটকে পড়া সাংবাদিক ও উদ্ধারকর্মীদের নিরাপদে বের করে আনা।

তিনি বলেন, সরকার ও গণমাধ্যম—দুই পক্ষই এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ধরনের ঘটনা আমাদের জন্যও ছিল অনভিপ্রেত ও মর্মান্তিক। যারা সহিংসতা চালায়, তারা গণতন্ত্র ও গণমাধ্যম—উভয়েরই শত্রু। ভিন্নমত থাকলে তা প্রকাশের গণতান্ত্রিক পথ রয়েছে, আগুন দিয়ে সমস্যার সমাধান হয় না।

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, জুলাই মাসে প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও নিউ এজ আন্দোলনের খবর প্রকাশ করেছে। টেলিভিশনে চ্যানেল টোয়েন্টিফোর ও যমুনার ভূমিকা ছিল দৃশ্যমান।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে রাজনৈতিক মতাদর্শ যাই থাকুক, পেশাগত দায়িত্বে এসে তা প্রভাবিত করা যাবে না। গণতন্ত্র ও গণমাধ্যমকে আলাদা করার সুযোগ নেই। যারা ভয় দেখাচ্ছে বা সহিংসতা করছে, তারা সবার কমন প্রতিপক্ষ।

তিনি আরও বলেন, পুরোপুরি ভেঙে পড়া একটি ব্যবস্থার ভেতর দিয়েই বর্তমান সরকারকে প্রশাসন চালাতে হচ্ছে। সংকট ব্যবস্থাপনায় বড় ভূমিকা রাখতে হয়েছে, তবে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না।

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!