বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার রোববার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও বিমান চলাচলে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সাংস্কৃতিক, শিক্ষামূলক ও চিকিৎসা খাতে পারস্পরিক বিনিময় সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার নানা দিক নিয়ে আলোচনা করেন উভয় পক্ষ।
পাকিস্তানের হাইকমিশনার জানান, গত বছরের তুলনায় বাংলাদেশ–পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় ২০ শতাংশ বেড়েছে। উভয় দেশের ব্যবসায়ীরা নতুন বিনিয়োগের সুযোগও খতিয়ে দেখছেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে সাংস্কৃতিক বিনিময় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীরা পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগে আগ্রহী হয়ে উঠছেন। চিকিৎসাবিজ্ঞান, ন্যানোটেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তা—এই ক্ষেত্রগুলোতে শিক্ষার্থীদের আগ্রহ বেশি বলে জানান তিনি।
শিক্ষা ও চিকিৎসা খাতে সহযোগিতা প্রসঙ্গে ইমরান হায়দার বলেন, পাকিস্তানে লিভার ও কিডনি ট্রান্সপ্লান্টের জন্য বাংলাদেশি রোগীর সংখ্যা বাড়ছে। এ ছাড়া ট্রান্সপ্লান্টেশন–সংক্রান্ত চিকিৎসা ক্ষেত্রে প্রশিক্ষণ ও একাডেমিক সুযোগ দিতে পাকিস্তান প্রস্তুত রয়েছে।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দুই দেশের মধ্যে বাড়তে থাকা যোগাযোগকে স্বাগত জানান। তিনি বলেন, সফর, সাংস্কৃতিক ও শিক্ষামূলক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি জনগণ-পর্যায়ের যোগাযোগ জোরদার করা জরুরি, বিশেষ করে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কার্যকর সহযোগিতার জন্য।
বাংলাদেশ–পাকিস্তান বাণিজ্য আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে প্রফেসর ইউনূস আশা প্রকাশ করেন, হাইকমিশনার ইমরান হায়দারের দায়িত্বকালে নতুন বিনিয়োগ ও যৌথ উদ্যোগের সুযোগ সৃষ্টি হবে।
এ সময় পাকিস্তানের হাইকমিশনার জানান, আগামী জানুয়ারিতে ঢাকা–কারাচি সরাসরি ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। সাক্ষাৎকালে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
আরএস
No comments yet. Be the first to comment!