জাতীয়

সীমান্ত সমস্যা সমাধানে কৌশলী হতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট: ডিসে ২৯, ২০২৫ : ০৫:২৪ এএম
সীমান্ত সমস্যা সমাধানে কৌশলী হতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত–সংক্রান্ত সমস্যা সমাধানে কৌশলী হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সীমান্ত দিয়ে যেন বাংলাদেশের কোনো অপরাধী বা সন্ত্রাসী পালাতে না পারে, সে বিষয়ে আরও সতর্ক থাকতে হবে।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি দিবস উপলক্ষে রাজধানীর পিলখানায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালানসহ নানা অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সীমান্তে দায়িত্বপ্রাপ্ত বাহিনীর সদস্যদের নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনকে উৎসবমুখর ও সুশৃঙ্খলভাবে আয়োজন করা একটি বড় দায়িত্ব। সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সীমান্ত নিরাপত্তা ও নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট বাহিনীর ভূমিকার ওপরও গুরুত্ব দেন তিনি।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!