জাতীয়

শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মদিন আজ

আপডেট: ডিসে ২৯, ২০২৫ : ০৬:৪০ এএম
শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মদিন আজ

বিংশ শতাব্দীর প্রখ্যাত চিত্রশিল্পী এবং চিত্রশিক্ষার অগ্রদূত শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মদিন আজ (২৯ ডিসেম্বর)। তিনি ১৯১৪ খ্রিষ্টাব্দে কিশোরগঞ্জের কেন্দুয়াতে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই চিত্রকলার প্রতি তার গভীর আগ্রহ ছিল।

কলকাতার গভর্নমেন্ট স্কুল অব আর্টস থেকে ১৯৩৮ খ্রিষ্টাব্দে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৪৮ খ্রিষ্টাব্দে তিনি ঢাকায় গভর্নমেন্ট আর্ট ইন্সটিটিউট প্রতিষ্ঠা করেন এবং ১৯৬৬ পর্যন্ত প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিষ্ঠানটির নাম স্বাধীনতার পর ‘বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয়’ রাখা হয়।

জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ-চিত্রমালা, মই দেওয়া, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড়, কাক, বিদ্রোহী, নবান্ন, মনপুরা-৭০ ইত্যাদি। অনুমান করা হয় তার চিত্রকর্মের সংখ্যা তিন হাজারের বেশি। তার শিল্পকর্ম বাংলাদেশ জাতীয় জাদুঘর, বেঙ্গল ফাউন্ডেশন, ময়মনসিংহ সংগ্রহশালা এবং পাকিস্তানসহ বিভিন্ন সংগ্রহশালায় সংরক্ষিত আছে।

শিল্পাচার্য জয়নুল আবেদিন বাংলাদেশের চিত্রশিল্প ও চিত্রশিক্ষার প্রসারে অমুল্য অবদান রাখায় ‘শিল্পাচার্য’ উপাধি লাভ করেন। তিনি ১৯৭৬ সালের ২৮ মে মৃত্যুবরণ করেন এবং ঢাকার চারুকলা ইনস্টিটিউটে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত হন।

তার জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসব এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!