জাতীয়

জলবায়ু সম্মেলনে উচ্চপর্যায়ের নেতৃত্বের অংশগ্রহণ জরুরি: ফরিদা আখতার

আপডেট: ডিসে ২৯, ২০২৫ : ০৫:১৫ পিএম
জলবায়ু সম্মেলনে উচ্চপর্যায়ের নেতৃত্বের অংশগ্রহণ জরুরি: ফরিদা আখতার

জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু সম্মেলনে (কপ) বাংলাদেশের পক্ষে উচ্চপর্যায়ের নেতৃত্বের সক্রিয় অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তাঁর মতে, প্রধানমন্ত্রী বা উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আন্তর্জাতিক পরিসরে একটি দেশ যে গুরুত্ব ও মনোযোগ পায়, অন্য পর্যায়ের প্রতিনিধিত্বে তা পাওয়া যায় না।

আজ সোমবার সকালে রাজধানীর তুলা উন্নয়ন বোর্ডে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত জাতিসংঘ জলবায়ু সম্মেলন ২০২৫–এ অংশগ্রহণ–পরবর্তী ডি-ব্রিফিং কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের অবস্থান ও গুরুত্ব তুলে ধরতে কপ সম্মেলনে উচ্চপর্যায়ের নেতৃত্বের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে দেশের জলবায়ু ঝুঁকি, অগ্রাধিকার ও দাবি আরও কার্যকরভাবে উপস্থাপন করা সম্ভব হয়।

তিনি বলেন, বাংলাদেশ প্রাণবৈচিত্র্যে সমৃদ্ধ একটি দেশ। নানা সমস্যা থাকলেও সেগুলোর সমাধানের সক্ষমতা দেশের মধ্যেই রয়েছে। সম্মিলিত উদ্যোগ নেওয়া গেলে জলবায়ু পরিবর্তনজনিত সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

প্রাণিসম্পদ খাত প্রসঙ্গে উপদেষ্টা বলেন, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অনেক সময় খামারিরা বিদেশি জাতের দিকে ঝুঁকছেন। তবে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর ক্ষেত্রে দেশীয় জাত তুলনামূলকভাবে বেশি উপযোগী। বিদেশি জাতের পশুপালনে বেশি সেবা, পরিচর্যা ও ব্যবস্থাপনা প্রয়োজন হয়, যা দেশীয় জাতের ক্ষেত্রে কম।

তিনি আরও বলেন, শুধু উৎপাদনের কথা বিবেচনা করে বিদেশি জাত আমদানি করা উচিত নয়। বরং দেশীয় জাত সংরক্ষণ ও উন্নয়নে গুরুত্ব দিতে হবে।

জলবায়ু ইস্যুতে দক্ষ এক্সপার্ট গ্রুপ গঠনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ফরিদা আখতার। তিনি বলেন, তরুণদের একটি দল ইতোমধ্যে জলবায়ু বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছে। জেনেটিক্যালি মডিফায়েড অর্গানিজম (জিএমও) থেকে সৃষ্ট সমস্যার বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর মতে, এসবের প্রভাব মৎস্য ও প্রাণিসম্পদ খাতেও পড়ছে।

তিনি বলেন, কেবল প্রযুক্তির ওপর নির্ভর না করে মানুষের জ্ঞান ও অভিজ্ঞতাকেও সমান গুরুত্ব দিতে হবে। কর্মশালায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবেরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।

 

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!