জাতীয়

দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আপডেট: ডিসে ৩০, ২০২৫ : ০৫:৩০ এএম
দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আনুমানিক দুপুর ১২টার দিকে এই ভাষণ প্রচার করা হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং মঙ্গলবার সকালে এক বার্তায় এ তথ্য জানিয়েছে। বার্তায় জানানো হয়, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার একযোগে সম্প্রচার করবে।

এর আগে আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি একজন মহান অভিভাবককে হারাল। তিনি বলেন, “তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।” খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ বিরাজ করছে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!