জাতীয়

বেগম খালেদা জিয়ার বিদায়ে শোকাহত তারকা অঙ্গন

আপডেট: ডিসে ৩০, ২০২৫ : ০৫:৫৮ এএম
বেগম খালেদা জিয়ার বিদায়ে শোকাহত তারকা অঙ্গন

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের বিনোদন অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। 

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই খবরে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনেও শোকের আবহ তৈরি হয়েছে।

একজন রাষ্ট্রনায়ক ও প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার প্রস্থানকে অনেক শিল্পীই একটি যুগের অবসান হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা শ্রদ্ধা ও শোকবার্তা প্রকাশ করে স্মরণ করছেন এই রাজনীতিককে।

চিত্রনায়িকা অপু বিশ্বাস লিখেছেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই চিরবিদায় মহাকালের সাক্ষী হয়ে রইল। একজন মহীয়সী নারীর প্রস্থান এ দেশের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিনম্র শ্রদ্ধা।”

চিত্রনায়িকা শবনম বুবলী তাঁর শোকবার্তায় লেখেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর বিদেহী আত্মা চিরশান্তিতে থাকুক। আমিন।”

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাঁকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন।”
চিত্রনায়ক সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা পূজা চেরি খালেদা জিয়ার ছবি শেয়ার করে তাঁর আত্মার শান্তি কামনা করেন।

অভিনেত্রী আজমেরী হক বাঁধন লেখেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শ্রদ্ধা। আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ তিনি। তাঁর নেতৃত্ব ও জনসেবা দীর্ঘস্থায়ী প্রভাব রেখে গেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা।”

নির্মাতা আশফাক নিপুণ লেখেন, “আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন। আপনি ছিলেন ধৈর্য, আভিজাত্য ও হার না মানার প্রতীক। এই জাতি আপনাকে গর্বের সঙ্গে স্মরণ করবে।”

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা লিখেছেন, “বেগম খালেদা জিয়া ছিলেন শক্তি, ধৈর্য ও নেতৃত্বের প্রতীক। প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে জেল-জুলুম সহ্য করেও তিনি দেশ ছাড়েননি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান কখনো ভোলার নয়।”

নির্মাতা মাবরুর রশীদ বান্না তাঁর শোকবার্তায় লেখেন, “স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীকের বিদায়। বিদায় আপসহীন নেত্রী।”
নির্মাতা রেদওয়ান রনি বলেন, “বেগম খালেদা জিয়ার প্রয়াণে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল।”

এ ছাড়া অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা, আশনা হাবিব ভাবনা, অভিনেতা আরশ খান, পিয়া জান্নাতুলসহ আরও অনেক অভিনয়শিল্পী ও নির্মাতা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন।

১৯৪৬ সালের ১৫ আগস্ট জন্ম নেওয়া বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিন দফায় তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি একজন রাষ্ট্রনায়ক হিসেবে তাঁর প্রস্থান দেশবাসীর পাশাপাশি বিনোদন অঙ্গনেও গভীরভাবে নাড়া দিয়েছে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!