জাতীয়

খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে

আপডেট: ডিসে ৩০, ২০২৫ : ০৬:২২ এএম
খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের জরুরি সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, খালেদা জিয়াকে সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তাঁর স্বামী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

তিনি আরও জানান, আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) সংসদ প্লাজায় জোহরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে। মরদেহ আজ (মঙ্গলবার) এভারকেয়ার হাসপাতালে থাকবে। আগামীকাল সকালেই মরদেহ সংসদ ভবনে আনা হবে।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!