জাতীয়

খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে নিন : আজহারী

আপডেট: ডিসে ৩০, ২০২৫ : ০৬:৪৬ এএম
খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে নিন : আজহারী

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর প্রয়াণে সারাদেশে নেমেছে শোকের ছায়া।

জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শোকবার্তা দিয়ে বলেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুনিয়ার সফর শেষ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তাঁর ভুলত্রুটি ক্ষমা করুন, ভালো কাজগুলো কবুল করুন এবং জান্নাতের মেহমান বানিয়ে নিন।”

বেগম খালেদা জিয়া ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে সেনাপ্রধান ও পরবর্তীকালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তিনবার দেশের প্রধানমন্ত্রীর পদে দায়িত্ব পালন করেন।

গত ২৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!