জাতীয়

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক

আপডেট: ডিসে ৩০, ২০২৫ : ০৭:৪৬ এএম
খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক

 

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকার জাতিসংঘের অফিস থেকে জানানো শোক বার্তায় বলা হয়েছে, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ গভীর শোক প্রকাশ করছে। এই দুঃখজনক মুহূর্তে জাতিসংঘ তার পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। একই সঙ্গে আমরা বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছি।”

উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!