জাতীয়

অন্তর্বর্তী সরকার ভালো নির্বাচন উপহার দেবে: শফিকুল আলম

আপডেট: জানু ০১, ২০২৬ : ০৫:৫৪ পিএম ১১
অন্তর্বর্তী সরকার ভালো নির্বাচন উপহার দেবে: শফিকুল আলম

অন্তর্বর্তী সরকার দেশে একটি সুষ্ঠু, নিরাপদ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আসন্ন গণভোটকে কেন্দ্র করে প্রয়োজনীয় সব প্রস্তুতি সরকার গ্রহণ করছে।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শফিকুল আলম। প্রেস সচিব বলেন, ভোটারদের মধ্যে গণভোট নিয়ে আগ্রহ তৈরি হচ্ছে। সরকারের পক্ষ থেকে সে অনুযায়ী প্রচারণা চালানো হচ্ছে এবং ভোটের গাড়ি ইতিমধ্যে সারা দেশে কার্যক্রম শুরু করেছে। একটি ভালো নির্বাচন আয়োজনের জন্য যা যা করা প্রয়োজন, সরকার তা-ই করছে।

মনোনয়নপত্র জমা প্রসঙ্গে শফিকুল আলম বলেন, গত বছরের ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ওই দিন কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। মনোনয়নপত্র জমা নিয়েও কোনো ঘাটতি দেখা যায়নি।

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদ হওয়ার পর রায়েরবাজার কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা মরদেহগুলোর পরিচয় শনাক্তে অগ্রগতির তথ্যও তুলে ধরেন প্রেস সচিব। তিনি জানান, কবরস্থান থেকে উত্তোলন করা ১১৮টি মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা গেছে। সংশ্লিষ্ট পরিবারগুলোকে এ বিষয়ে ইতিমধ্যে জানানো হয়েছে। এ নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করবে।

এই শনাক্তকরণ কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সম্পন্ন করা হচ্ছে জানিয়ে শফিকুল আলম বলেন, বসনিয়া যুদ্ধের সময় সেব্রেনিৎসায় হত্যাকাণ্ডের পর পরিচয় শনাক্তে কাজ করা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি দল বাংলাদেশের সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিয়েছে। সরকার প্রতিটি শহীদের পরিচয় নিশ্চিত করতে বদ্ধপরিকর।

বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমানের নিয়োগ নিয়ে প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, লিয়েনে থাকা অবস্থায় অবসর গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করা যায় না। সে কারণে তাকে প্রথমে পদত্যাগ করে আগের কর্মস্থলে ফিরে যেতে হয়েছে। সেখানে অবসরের আনুষ্ঠানিকতা শেষ করার পর তাকে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া এদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘জাতীয় নগর নীতি’র খসড়া অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রীয়ভাবে দাফন করার বিষয়ে আলোচনা হয়েছে এবং পুরো প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে। শফিকুল আলম বলেন, খালেদা জিয়ার জানাজায় সার্কভুক্ত পাঁচটি দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর মধ্যে পাকিস্তান, নেপাল ও মালদ্বীপের মন্ত্রীরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

তামাক ব্যবহার কমানো প্রসঙ্গে প্রেস সচিব বলেন, তামাকজনিত কারণে প্রতিবছর দেশে প্রায় এক লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু হচ্ছে। এই হার কমাতে সরকার নতুন তামাক দ্রব্য আইন প্রণয়ন করেছে। এর মাধ্যমে উন্মুক্ত স্থানে তামাক সেবনের হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!