জাতীয়

জুলাইয়ের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে হবে: শারমীন এস মুরশিদ

আপডেট: জানু ০৩, ২০২৬ : ০৩:৩৪ পিএম
জুলাইয়ের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে হবে: শারমীন এস মুরশিদ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করেই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনকল্যাণমূলক সেবা তৃণমূল পর্যায়ের অবহেলিত ও পশ্চাৎপদ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারলেই মন্ত্রণালয়ের সুনাম বিস্তৃত হবে বলে তিনি মন্তব্য করেন।

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের মধুমতি মিলনায়তনে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আয়োজিত ‘আত্ম অনুসন্ধান’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শারমীন এস মুরশিদ বলেন, সুশাসন প্রতিষ্ঠাই তাঁদের মূল লক্ষ্য। এ লক্ষ্যে গত দেড় বছরে মন্ত্রণালয়ের কাঠামোতে পরিবর্তন এনে সুশাসন ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের পর প্রকৃত ভাতাভোগীদের একটি নির্ভরযোগ্য ডাটাবেজ তৈরিতে উল্লেখযোগ্য সময় লেগেছে বলে জানান তিনি।

উপদেষ্টা বলেন, ভাতা বিতরণ ব্যবস্থায় দীর্ঘদিন ধরে থাকা ত্রুটিগুলো সংশোধনে কাজ করা হচ্ছে। পুরোপুরি যাচাই–বাছাই শেষ করতে সময় লাগলেও প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়েছে। এরই মধ্যে ভাতাভোগীদের তালিকার প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে এবং তাঁরা নিয়মিত ভাতা পাচ্ছেন।

এ সময় এতিমখানার শিশুদের তথ্যভান্ডার তৈরির ওপর গুরুত্ব আরোপ করে শারমীন এস মুরশিদ বলেন, এতিম শিশুদের সঠিক ডাটাবেজ তৈরি করা গেলে পর্যায়ক্রমে স্বচ্ছভাবে ক্যাপিটেশন গ্র্যান্ট পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিতে সাহসী হতে হবে। পাশাপাশি কার্যকর মনিটরিং ব্যবস্থা নিশ্চিত করা গেলে সেবার গুণগত মান উল্লেখযোগ্যভাবে বাড়বে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!