জাতীয়

হাদি হত্যার বিচার নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: উপদেষ্টা রিজওয়ানা

আপডেট: জানু ০৩, ২০২৬ : ০৩:৪৭ পিএম
হাদি হত্যার বিচার নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: উপদেষ্টা রিজওয়ানা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হাদি হত্যার বিচার নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এই সরকারের মেয়াদেই বিচার কার্য সম্পন্ন করা হবে।

আজ শনিবার সিলেটের লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা দেশের আইনের শাসনের প্রতি দায়বদ্ধ। হাদির ন্যায়বিচারের জন্য সরকারের অবস্থান একেবারেই স্পষ্ট। আমরা সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করেছি, যার মধ্যে চার্জশিট দেওয়া হবে এবং এই সরকারের সময়েই বিচার সম্পন্ন হবে।”

উপদেষ্টা নতুন ভোটারদের উদ্দেশে বলেন, “ভোটাধিকার প্রয়োগে সচেতন থাকুন। বুঝেশুনে প্রার্থী নির্বাচন করুন, যাতে আগামী পাঁচ বছর পর আর পস্তাতে না হয়।” তিনি শিক্ষার্থীদের গণভোটে অংশ নেওয়ার আহ্বানও জানান।

রিজওয়ানা আক্ষেপ করে বলেন, “সমাজে এমন প্রবণতা দেখা দিয়েছে যে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। সবাইকে বিতর্কিত করে ফেললে জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্য ব্যক্তি পাওয়া যাবে না। এটাই সরকারের বিরোধীদের উদ্দেশ্য।”

সমাবর্তিত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আজকে আপনি জীবনের এক ধাপ থেকে অন্য ধাপে প্রবেশ করছেন। দায়িত্বটা কী, তা হয়তো পুরোপুরি বোঝা যায়নি। তবে বৃহত্তর পরিবারের, সমাজের, দেশের ও বিশ্বের দায়িত্ব নিয়ে ভাবনার কাজ শুরু হয়েছে।”

তিনি তরুণ প্রজন্মকে অভিনন্দন জানিয়ে বলেন, “আপনারাই দেশের পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছেন। নির্ভীকচিত্তে যেভাবে প্রাণ বিসর্জন দিয়েছেন, তার জন্য বাংলাদেশ স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হয়ে গণতান্ত্রিক ও বৈষম্যহীন দেশের স্বপ্ন দেখছে। জুলাই-আগস্টে আপনার ভূমিকার জন্য আন্তরিক অভিনন্দন।”


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!